থ্যালাসেমিয়া রুগী সালমার চিকিৎসার জন্য সাহায্যের আবেদন।

থ্যালাসেমিয়া রুগী সালমার চিকিৎসার জন্য সাহায্যের আবেদন।

থ্যালাসেমিয়া রুগী সালমার চিকিৎসার জন্য সাহায্যের আবেদন।
Md Shahnewaz Alam
থ্যালাসেমিয়া রুগী সালমার চিকিৎসার জন্য সাহায্যের আবেদন।
Md Shahnewaz Alam

রুগীর নামঃ সালমা। বয়সঃ ৩৮। ২টি সন্তান কে নিয়ে তার সংসার। তার স্বামী ৮ বছর আগে মারা যায়। সেই থেকে একটি লোহার কারখানায় কাজ করে পুরো সংসারের ভরণপোষণ করে যাচ্ছেন সালমা।তার বড় ছেলে রাজধানীর স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান নটরডেম কলেজের ১ম বর্ষের ছাত্র। ১২ ঘণ্টা কাজ করে ৭ হাজার টাকা বেতন পেয়ে ছেলেদের লেখাপরার খরচ সহ যাবতীয় খরচ চালাতে তাকে হিমশিম খেতে হয়।

১৯ বছর বয়সে সালমার থ্যালাসেমিয়া ধরা পরে। থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত মানুষ সাধারণত রক্তে অক্সিজেনস্বল্পতা বা অ্যানিমিয়া রোগে ভুগে থাকেন। একজন থ্যালাসেমিয়ার রোগীর প্রধান খাদ্যই হলো রক্ত। অন্যান্য খাবারের তুলনায় এ রক্তই তাদের বেশি প্রয়োজন। ৩ মাস পর পর তার রক্ত নেওয়া প্রয়োজন। কিন্তু আর্থিক সল্পতার কারনে সেটি ৬ বা তারও বেশি সময় পর পর রক্ত নেন সালমা। ইতিমধ্যে তার যকৃৎ আকারে বেশ বড় হয়ে গিয়েছে। চিকিৎসার অভাবে তার যকৃৎকিডনি নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

এই মুহূর্তে তার চিকিৎসা করা খুব জরুরী। বেয়বহুল এই রোগের চিকিৎসা করা সালমার মত একজন অসহায় মানুষের নাগালের অনেক অনেক  বাহিরে।  এই দুঃসময়ে তার প্রয়োজন কিছু আর্থিক সাহায্য।

সাহায্যের জন্য এগিয়ে আসুন।

বিকাশ নাম্বারঃ 01628493740 ( Personal)


You can give zakat money to this event.

This event is closed.
GofundBD Beta
×

Go fund bd's review

GoFundBD team visited to patient and investigate properly.

She collects blood from blood donors. A humble and benign person regularly manages 4 blood donors for her on a specific time interval.

But she can not bear her other medical expenses. That's why she is delaying her treatment and due to this her health condition is going worse. 

GoFundBD team verified this event as a truthful event.